বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই

ঘূর্ণিঝড় ফিনজাল, ২ নম্বর সংকেত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ফিনজাল’এ পরিণত হয়েছে। এটি উত্তরউত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ফিনজাল নামটি সৌদি আরবের দেয়া। এটি আজ দুপুরে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। অর্থাৎ ফিনজাল বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই। এরপরও ঘূর্ণিঝড়টির প্রভাবে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আজ চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্বল কান্তি জানান, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকায় এবং পাহাড়ি ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন (ক্রমিক) এ বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারে মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটারযা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ফিনজাল গতকাল বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কঙবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫১২ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশটির তামিলনাড়ু উপকূলের করাইকৈল এবং মামাল্লাপুরমের মধ্যবর্তী স্থানে আজ শনিবার আঘাত হানতে পারে ফিনজাল। ওই সময় এটির বাতাসের গতিবেগ ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং ঝড়ো বাতাসের বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের ১৩ দিন পর সেপটিক টা্যংকে মিলল শিশুর বস্তাবন্দি লাশ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে জামায়াত-যুবদল মারামারি, আহত ২০