বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

| বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অবস্থানের পরিবর্তন করেনি জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এমনটি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। গত সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। খবর বাংলানিউজের।

স্টিফেন দুজারিক বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই আমরা। একই সঙ্গে এমন একটি পরিবেশ দেখতে চাই, যেখানে মানুষজন যেকোনো পক্ষে কথা বলতে পারবে প্রতিশোধের ভয় ছাড়া। ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করবে না জাতিসংঘ।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম নির্ধারণের ‘ফর্মুলা’ চূড়ান্ত : নসরুল
পরবর্তী নিবন্ধইউরোপের মতো ক্রয়ক্ষমতা আছে দেশের ৪ কোটি মানুষের : বাণিজ্যমন্ত্রী