বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো এখন হ্যাম্পশায়ারের দায়িত্বে

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবার হ্যাম্পশায়ারের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। ইংল্যান্ডের এই ক্লাবের পুরুষ দলের নতুন কোচিং সেট আপে যোগ দেবেন ডমিঙ্গো। তার সঙ্গে হ্যাম্পশায়ারের চুক্তি দুই বছরের। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ডমিঙ্গো। পরে তিন বছর ছিলেন বাংলাদেশের প্রধান কোচ। পিএসএলেও কোচিং করিয়েছেন তিনি। ২০২৩ সাল থেকে জোহানেসবার্গভিত্তিক লায়ন্স দলের কোচ হিসেবে কাজ করছেন ডমিঙ্গো। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, লায়ন্সের দায়িত্বও চালিয়ে যাবেন তিনি। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভাগ করে নেবেন নিজের সময়। সাত বছর কোচ হিসেবে কাজ করা দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান বারেলের জায়গায় কোচ হলেন ডমিঙ্গো।

তার সঙ্গে সহকারী কোচ (বোলিং) হিসেবে যোগ দিচ্ছেন তার স্বদেশি শেন বার্গার। আর সহকারী কোচ (ব্যাটিং) হিসেবে থাকছেন হ্যাম্পশায়ারের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামস। এক বিবৃতিতে ডমিঙ্গো বলেছেন, রোমাঞ্চ নিয়ে হ্যাম্পশায়ার ক্রিকেটে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন তিনি। অ্যাডামস ও বার্গারের সঙ্গে কাজ করতেও উন্মুখ তিনি।

পূর্ববর্তী নিবন্ধমোদি-পুতিন বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য ও ইউক্রেন নিয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধমেসির বিশ্বকাপ ফেভারিটের তালিকায় নেই রোনালদোর পর্তুগাল