১৯৮৯ সালে সর্বশেষ আবাহনীতে খেলেছিলেন শ্রীলঙ্কান ফুটবলার পাকির আলী। দীর্ঘ ৩৫ বছর পর আরেকজন শ্রীলংকান ফুটবলারকে দেখা যাবে বাংলাদেশের শীর্ষ লিগে। নতুন মৌসুমে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের অধিনায়ক গোলরক্ষক বীরাসিংঘে সুজন পেরেরাকে নিবন্ধন করিয়েছে ফর্টিস এফসি। দলটির ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, তারা ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষককে দলে নিয়েছে। সুজন পেরেরা শ্রীলঙ্কার জার্সিতে ৫৬ ম্যাচ খেলেছেন। ঘরোয়া ফুটবলে সর্বশেষ তিনি খেলেছেন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবে। এক সময় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে লংকান খেলোয়াড়দের অনেকেই খেলেছেন। যাদের মধ্যে বড় নাম ছিল লেওনেল পিরিচ, প্রেমলাল, পাকির আলী, চন্দ্র সিঁড়ি, মাহেন্দ্র পালা, অশোকা রবিন্দ্র, মাহেন্দ্র পালিথা, শাহাবুদ্দিন। আবাহনীই শ্রীলংকান ফুটবলারদের খেলিয়েছে। এই মৌসুমে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের স্থানীয় হিসেবে নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো। এই সুযোগটা প্রথমেই নিলো ফর্টিস এফসি। গত ১ জুন শুরু হয়েছে ২০২৫–২৬ মৌসুমের খেলোয়াড় নিবন্ধন। বসুন্ধরা কিংস ঘর গোছানোর দিকে এগিয়ে আছে। তারা আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা, ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্দ হৃদয়কে দলে নেওয়া নিশ্চিত করেছে বলে জানা গেছে। তবে বসুন্ধরা কিংস এ ব্যাপারে কিছু জানায়নি।