আমাকে খোঁজ না তুমি আর
বহুদিন আমিও খুঁজিনি তোমায়
গতকাল পুরোনো চিঠির ভাজে
আবারও আবিষ্কার করলাম,
অনিরুদ্ধ দেব সেই কোলকাতার
দেবলিনা আমি সুনিপুণ হাতে
ধরে রাখতে পারিনি তোমায়,
বাংলাদেশের মেয়ে আমি
ভাগ্যকেই মেনে নিতে জানি,
দিন যায় হিম হয়ে বেলায় আর অবেলায়।