বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করে সফরকারী পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দলে নেই হ্যারিস রউফ, ইমরান বাট, শাহনেওয়াজ দাহানি ও ইয়াসির শাহ। তাদের বদলে দলে যায়গা করে নিয়েছেন ইমাম উল হক, কামরান গুলাম ও স্পিনার বিলাল আসিফ। কায়েদ-এ-আজম ট্রফিতে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়েছেন ইয়াসির শাহ। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টটিতে পাঁচ ম্যাচ খেলে ১৬ উইকেট শিকার করা অফ স্পিনার বিলাল আসিফ। কামরান গুলাম কায়েদ-এ-আজম ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলে ফিরেছেন।
পাকিস্তান টেস্ট স্কোয়াড: আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহম্মেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মোহাম্মদ।