বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা জিম্বাবুয়ের

| শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এই টেস্টে স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস। হারারে স্পোর্টস ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৭ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচদিনের একমাত্র টেস্টটি। জিম্বাবুয়ের ২০ সদস্যের টেস্ট দল: শন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, চিসুরু তেন্দাই, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, গাম্বি জয়লর্ড, লুক জঙ্গি, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো, তেন্দাই
চাতারা।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে বাজে আচরণের রাজা বললেন ক্রিকইনফো
পরবর্তী নিবন্ধহঠাৎ শঙ্কা তামিমকে নিয়ে