বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরি আইসিসির মার্চ মাসের সেরার লড়াইয়ে কামিন্দু

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজটা স্বপ্নের মতো কাটে কামিন্দু মেন্ডিসের। বিশেষ করে সিলেট টেস্টের চমৎকার পারফরম্যান্স তাকে এনে দিতে পারে দারুণ এক স্বীকৃতি। আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। মার্চ মাসের সেরার লড়াইয়ে তার সঙ্গী দুই পেসার আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম গত বৃহস্পতিবার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার, ইংল্যান্ডের মায়া বুশিয়ে ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।

কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা) : বাংলাদেশ সফরে গত মাসে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে ৬৮ রান করেন করেন মেন্ডিস। দ্বিতীয়টিতে দলের সর্বোচ্চ ৩৭ রান আসে তার ব্যাট থেকে। তবে তার সেরাটা দেখা যায় টেস্ট সিরিজে। প্রায় দুই বছর পর এই সংস্করণে সুযোগ পেয়ে সিলেট টেস্টে তিনি যখন ব্যাটিংয়ে নামেন, ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ২০২ রানের দুর্দান্ত জুটিতে দলকে উদ্ধার করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দুজনের ব্যাট থেকেই আসে ১০২ রান। পরে দ্বিতীয় ইনিংসে দল ১২৬ রানে ৬ উইকেট হারানোর পর আট নম্বরে ব্যাটিংয়ে নামেন মেন্ডিস। এবার তিনি খেলেন ২৩৭ বলে ক্যারিয়ার সেরা ১৬৪ রানের ইনিংস। প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো টেস্টে সাত কিংবা এর নিচে নেমে দুই সেঞ্চুরির কীর্তি গড়েন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। শ্রীলঙ্কা পায় ৩২৮ রানের বড় জয়। চট্টগ্রামে ৩০ মার্চ শুরু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন মেন্ডিসের ব্যাট থেকে আসে ১৬৭ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস।

পূর্ববর্তী নিবন্ধঅবসর ভেঙে খেলায় ফিরছেন অ্যাগুয়েরো
পরবর্তী নিবন্ধহায়দ্রাবাদের বিপক্ষেও খেলা হলো না মোস্তাফিজের