বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না ওয়ালশের

| শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

মাঠের লড়াই শুরুর আগে আরেকটি ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাস পজিটিভ হয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দলটির লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। এক বিবৃতিতে ওয়ালশের কোভিড-১৯ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আপাতত তাকে রাখা হবে সেলফ-আইসোলেশনে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে সফরের আগেই ছিটকে যান ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড। এবার ওয়ালশকে হারাল সফরকারীরা। গত রোববার বাংলাদেশে পৌঁছানো ক্যারিবিয়ান দলের প্রথম করোনাভাইরাস পরীক্ষায় সবার ফল আসে নেগেটিভ। বুধবার করা হয় দ্বিতীয় পরীক্ষা। এরপরই ওয়ালশের শরীরে শনাক্ত হওয়ার খবর আসে। নিশ্চিত হতে আরও একবার করানো পরীক্ষায়ও পজিটিভ আসে তার। বাংলাদেশে পৌঁছানোর পর থেকে কোয়ারেন্টিনে আছেন ক্যারিবিয়ানরা। তাই দলের অন্যান্যদের সংস্পর্শে আসার সুযোগ ছিল না ওয়ালশের। পরীক্ষায় বাকিদের ফল নেগেটিভ এসেছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রোচ
পরবর্তী নিবন্ধদেশের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন