চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রতিনিধি দলের সদস্যরা। গতকাল বাণিজ্য সংস্থা জেটরোর প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের পোর্ট সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। এ সময় বন্দর সদস্য (হারবার ও মেরিন) চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত ক্ষমতা ও দক্ষতা বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন দেশের সাথে সরাসরি জাহাজ চলাচল ও জাহাজের ওয়েটিং টাইম ও গড় অবস্থান কমানোসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রতিনিধিদলকে অবগত করেন।
প্রতিনিধিদল বন্দরের সামপ্রতিক সাফল্য, সরাসরি জাহাজ চলাচল চালু, ওয়েটিং টাইম ও টার্ন এরাউন্ড টাইম উল্লেখযোগ্য হারে কমিয়ে আনায় গভীর সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও বন্দরের ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়ন, বিনিয়োগ বৃদ্ধি, ডিজিটালাইজেশন ও মানব সম্পদ উন্নয়নে বন্দরের ভূয়সী প্রশংসা করেন।
আলোচনাকালে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন ও বিনিয়োগ সম্ভাবনা সরেজমিনে দেখার আগ্রহ ব্যক্ত করেন। সদস্য (হারবার ও মেরিন) এ ব্যাপারে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সৌজন্য সাক্ষাতে জেটরো’র পক্ষে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাটাওকা এবং রিপ্রেজেন্টেটিভ টমোটাকা মিনোয়ারা এবং চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক, সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।












