বাংলাদেশের জিমি পেলেন এশিয়ান হকি ফেডারেশনের স্বীকৃতি

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

 

এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬টি এশিয়া কাপ হকি খেলার অনন্য কীর্তি গড়েছেন বাংলাদেশের হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। এবার তার স্বীকৃতি পেয়েছেন এই খেলোয়াড়। এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) পক্ষ থেকে স্বীকৃতি দেয়া হয়েছে জিমিকে। এশিয়ান হকির অভিভাবক সংস্থাটি রাসেল মাহমুদ জিমিকে প্রদান করেছে ‘এএইচএফ মেরিট অব রিকগনিশন’। ২০০৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথম খেলেছিলেন রাসেল মাহমুদ জিমি। এরপর থেকে ইন্দোনেশিয়ায় চলমান এশিয়া কাপ দিয়ে তিনি অংশ নিলেন টানা ৬ আসরে। এই কীর্তি এশিয়ায় অন্য কারো নেই। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে শুরু করে ভারতের চেন্নাই, মালয়েশিয়ার কুয়ানতান ও ইপো এবং বাংলাদেশের ঢাকা হয়ে জিমি নিজের ষষ্ঠ এশিয়া কাপ খেলছেন এবার ইন্দোনেশিয়ার জাকার্তায়।

পূর্ববর্তী নিবন্ধহকিতে ইন্দোনেশিয়াকে হারিয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধতবুও সাড়ে ৫ কোটি টাকা বোনাস পেয়েছে টাইগাররা