বাংলাদেশের ইতিহাসকে জানা সহজ হবে

প্রকাশনা উৎসবে আলোচকদের অভিমত

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

লেখক নাজরিন আরা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘মা, আমি আমরা আর ১৯৭১’ গ্রন্থের প্রকাশনা উৎসবে আলোচকরা বলেছেন, এই উপন্যাসের মধ্যে দিয়ে দেশের ইতিহাসকে জানা সহজ হবে। লেখক মুক্তিযুদ্ধকালীন তাঁর চোখে দেখা এবং সে সময়ের নির্মম ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তথ্যনির্ভর এই অসাধারণ রচনার মধ্যে দিয়ে আজীবন পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন। গত শুক্রবার প্রেস ক্লাবস্থ এস. রহমান হল মিলনায়তনে প্রকাশনা উৎসব অধ্যক্ষ প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের কলেজ পরিচালক ড. আজাদ বুলবুল।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক নাজরিন আরা বলেন, ৬৫ বছর বয়সে এসে আমি আজ নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছি। আলোচক ছিলেন হায়দার খালিদ, ডা. সুশান্ত বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল, মনিকা ভট্টাচার্য, শিক্ষক সুধাংশু বিমল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি বাংলাদেশ পতেঙ্গা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় হেলথ প্রোভাইডারের মৃত্যু