স্বচ্ছ আকাশ গভীর নীলে যায় উড়ে যায় পাখি,
অবাক হয়ে রই তাকিয়ে, উদাস হয়ে থাকি
নেই পিছুটান কোনই যেন সামনে শুধু যাওয়া
ছাড়িয়ে যেতে দিগন্ত দূর ডানায় মেখে হাওয়া
যতই ভাবি মন গহিনে ভাবনা গগণ সমান
কূল কিনারা পাই না কিছু অকূল ভাঙা পরাণ
দু’হাত যদি পাখনা হতো যেতাম উড়ে দূরে
পাখির চোখে দেখে নিতাম এই পৃথিবী ঘুরে
আর কোথাও কি আছে এমন মোহময় আবেশ
যেমনি রূপে অপরূপ এই সোনার বাংলাদেশ
অনুবীক্ষণ যন্ত্র করে মহাবীক্ষণ চোখ
বিন্দু থেকে বিসর্গ সব দেখেই নিতাম সুখ
কোথায় আমার সুন্দরবন কোথায় ছেড়াদিয়া
এক উড়ানে টেকনাফ থেকে যেতাম তেতুলিয়া
হাওর বাওড় এই বাংলার শাপলা ফোটা বিল
দোয়েল কোকিল মাছরাঙা বক সারস শঙ্খচিল
মন জুড়াতাম দুচোখ ভরে দেখে অহর্নিশ
শস্য শ্যামল মাঠ ভরা ঐ সোনালি ধান শীষ
যতই দেখি মন ভরে না এই মাটিরই টানে
রবি–নজরুল পল্লী রাখাল আর ভাওয়াইয়া গানে
বিশ্বজুড়ে বাংলাদেশ এক, চোখ বুজে যায় চেনা
(যার) বর্ণমালা, স্বাধীনতা রক্ত দিয়ে কেনা।