বাংলাদেশের অগ্রগতির পেছনে রয়েছে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা

সিকদার পাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের আলোচনা সভায় পেয়ারুল

| রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সিকদার পাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, বর্তমান বাংলাদেশে যে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, তার পেছনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা রয়েছে। দেশের অগ্রগতির ইতিহাস বলতে গেলে এসব সংগঠনের অবদানকে স্বীকার করতে হবে। যেই সমাজে গুণীজনদেরকে সম্মান জানাতে জানে সেই সমাজে আরো বেশি বড়মাপের গুণীজনের জন্ম হয়। সমাজে অনেক প্রতিভাবান মানুষ নানাভাবে লুকিয়ে আছে। তাদেরকে খুঁজে বের করে সম্মান জানানো আমাদের অবশ্যই দায়িত্ব। কাজেই কোন মানুষকে অবহেলা করতে নেই।

সংগঠনের সভাপতি আবছার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দীন চৌধুরী, অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী, জসিম উদ্দিন আহমেদ, এ কে এম সাইফুদ্দীন খান চৌধুরী, শহীদুল ইসলাম পিন্টু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধবীরকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব