বাংলাদেশী ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত : রোহিত

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ১০:০৯ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার নিয়মিত অংশ নিলেও বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যাটা বেশ নগন্য। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত। আজ রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেছেন, ‘আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে।

কারণ, তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’ ক্রিকেট খেলুড়ে সব দেশেই ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হয়েছে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই লিগে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

আগামী আসরের জন্য কেবলমাত্র টিকে আছেন মোস্তাফিজুর রহমান। নিলামে তার পরেও নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ।

তাই আসন্ন নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের ভাবা উচিত বলে মনে করেন রোহিত, ‘আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজানো শুরু করেনি। এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।’

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডে আজ