বাংলাদেশি কর্মীদের ভিসা সাময়িক বন্ধ করল আমিরাত

বিক্ষোভের দায়ে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড

| বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ১:৫০ অপরাহ্ণ

বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় ভিসা বন্ধ করা হয়েছে বলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে জানা গেছে। খবর বাংলানিউজের।

সূত্র জানায়, দেশে কোটাবিরোধী আন্দোলন সমর্থন করে সমপ্রতি আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় বিক্ষোভকারীরা দাঙ্গা তৈরি করার চেষ্টা করেন। আরব আমিরাতে বিক্ষোভ করা নিয়মবহির্ভূত। এই নিয়ম ভঙ্গ করার কারণে দেশটি ভিসা বন্ধ করে দিয়েছে। তবে কত দিনের জন্য এ ভিসা বন্ধ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে উল্লেখ করে সূত্রটি বলছে, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে।

গত সোমবার আরব আমিরাতের গণমাধ্যমের বরাতে এএফপি জানায়, আরব আমিরাতে বিক্ষোভের দায়ে ৫৭ প্রবাসী বাংলাদেশির কারাদণ্ড হয়েছে। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রবাসী ওই বাংলাদেশিরা গত শুক্রবার আরব আমিরাতের কয়েকটি রাস্তায় জড়ো হন এবং হাঙ্গামায় উসকানি দেন। দ্রুত তদন্তের মাধ্যমে তাদের বিচার করা হয়েছে। সাজা ভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ দিনে ১৫ কোটি টাকার রাজস্ব হারাল পূর্বাঞ্চল
পরবর্তী নিবন্ধবিআরটিসির বাস ডিপোতে আগুনের ঘটনায় আটক ২