বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে পরপর দুটি নতুন অধ্যায় রচিত হয়েছে। সিনিয়র দলের পর গত রোববার অনূর্ধ্ব–২০ দলও নিজেদের যোগ্যতা প্রমাণ করে প্রথমবারের মতো ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে। সিনিয়র নারী ফুটবল দল নিজেদের ইতিহাসের প্রথম মহাদেশীয় টুর্নামেন্টটি খেলবে অস্ট্রেলিয়ায়। আর অনূর্ধ্ব–২০ দল তাদের চূড়ান্ত পর্বে খেলবে থাইল্যান্ডে। বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলের এশিয়ান কাপে খেলাটা শঙ্কায় পড়েছিল রোববার। ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬–১ ব্যবধানে হারের কারণে। তবে রাতের ম্যাচে চীন ৮–০ ব্যবধানে লেবাননকে হারালে বাংলাদেশ গ্রুপ রানার্স–আপ দলগুলোর মধ্যে পয়েন্ট টেবিলে শীর্ষ তিনে থেকে যায়। ফলে মূলপর্বে লাল–সবুজদের জায়গা হয়। গত রোববার রাতেই নিশ্চিত হয়ে গেছে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–২০ নারী এশিয়ানে কারা কারা খেলবে। এক নজরে দেখে নিন ২০২৬ সালের নারী অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপে যে ১২টি দল খেলবে সেগুলো হচ্ছে আয়োজক হিসেবে থাইল্যান্ড। এছাড়া উত্তর কোরিয়া খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। বাকি দলগুলো হচ্ছে ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, বাংলাদেশ, চাইনিজ তাইপে। ২০২৬ সালের ১ থেকে ১৮ এপ্রিল তিনটি গ্রুপে ভাগ হয়ে মহাদেশীয় টুর্নামেন্টটি খেলবে ১২টি দল। এখনো ড্র অনুষ্ঠিত হয়নি।