বাংলাদেশকে ৫ গোলে বিধ্বস্ত করল ফিলিস্তিন

ক্রীড়া প্রতিবেদক  | শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচের জন্য কুয়েতকে নিজেদের হোম ভেন্যু বানিয়েছিল ফিলিস্তিন। অথচ গ্যালারিতে সমর্থক ছিল বেশিরভাগ বাংলাদেশেরই। ৬০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে অধিকাংশ দর্শক আসলে প্রবাসী বাঙালি। কিন্তু তাদের সমর্থন সত্ত্বেও ম্যাচের ফলাফল তাদের হতাশ করেছে বাংলাদেশ। ফিলিস্তিনের কাছে ৫০ গোলের বড় ব্যবধানে হেরেছে কাবরেরার শিষ্যরা। কুয়েত সিটির জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫০ গোলে জিতেছে ফিলিস্তিনিরা। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিদের নিজেদের মাঠে খেলার সুযোগ না থাকলেও মাঠের লড়াইয়ে সে সবের কোনো ছাপ পড়েনি। বরং দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।

ফিফা র‌্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে শুরুতে আশাজাগানিয়া নৈপুণ্য উপহার দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশকে চাপে ফেলে দেয় ফিলিস্তিন। পর পর দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। সপ্তম মিনিটে প্রতি আক্রমণে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন, তা দেখে বক্সে জায়গা করে নিয়েছিলেন ফয়সাল ফাহি। কিন্তু রাকিবের কাটব্যাক ফাহিমকে খুঁজে পায়নি। বল ক্লিয়ার করেন ফিলিস্তিনের এক ডিফেন্ডার। ফিলিস্তিনের একের পর এক আক্রমণ সামাল দিয়ে নিজেরা আক্রমণে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ। সেভাবে ৪২ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল ফিলিস্তিনকে। এরপর আর আটকাতে পারেনি। ডান দিক থেকে আসা ক্রসে মাহমুদ আবুওয়ারদার শট ফিরিয়ে দেন মিতুল, ফিরতি বল পেয়ে স্লাইডিং শটে লক্ষ্যভেদ করেন ওদাও দাবাঘ। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করে ফিলিস্তিন। অতিরিক্ত সময়ে কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্য থেকে কাজে লাগান শেহাব কুম্বর। ফিলিস্তিনি এই ফরোয়ার্ড বল নামিয়ে ঠিকঠাক নিয়ন্ত্রণে না নিতে পারলেও কোনোমতে জালের ঠিকানা খুঁজে পান। বিরতির পর মাত্র ৪ মিনিটে আর দুই গোল করে ফিলিস্তিন। আর তাতে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান কুম্বর। এর ৩ মিনিট পর দারুণ ভলিতে আর একবার লক্ষ্যভেদ করেন দাবাঘ। এর কিছুক্ষণ পর হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন কুম্বর। কিন্তু তার ফ্রিকিকে বল অল্পের জন্য গোলবারের উপর দিয়ে যায়। বড় ব্যবধানে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ। কয়েকবার আক্রমণেও উঠেছে। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় গোল করতে পারেনি। উল্টো ৭৬ মিনিটে আরও এক গোল হজম করে বসে। বক্সে আসা বল ধরে রাখতে পারেননি মিতুল। এই সুযোগে বল পেয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দাবাঘ। বাংলাদেশ এর আগে গ্রুপসঙ্গী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ গোলে হারে। এরপর লেবাননের সঙ্গে ১১ গোলে ড্র করে তারা। তিন ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে রয়েছে জামালবাহিনী। তবে ফিরতি লেগে ব্যবধান কমানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে, আগামী ২৬ মার্চ যে ম্যাচটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগে দ্বিতীয় জয় ফ্রেন্ডস ক্লাবের
পরবর্তী নিবন্ধতৃপ্তির নতুন সিনেমা ‘ব্যাড নিউজ’