বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

লজ্জার হারে যুক্তরাষ্ট্র সফর শুরু করল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে কোন রকমে সিরিজ জিতলেও যুক্তরাষ্ট্রে গিয়ে ক্রিকেটে নবাগত সে দেশটির কাছে লজ্জার হার বরণ করতে হলো টাইগারদের। বিশ্বকাপের আগে প্রস্তুতির সিরিজটি তাই হতাশা দিয়েই শুরু করতে হলো শান্তদের। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ এটি যুক্তরাষ্ট্রের। আর সে ম্যাচে বাংলাদেশকে লজ্জায় ডুবাল যুক্তরাষ্ট্র ৫ উইকেটে হারিয়ে। বিশ্বকাপের আয়োজক দেশটি কেবলই ক্রিকেট শুরু করেছে। আর আইসিসির স্থায়ী কোন সদস্য দেশের বিপক্ষে কেবলই দ্বিতীয় ম্যাচ খেলতে নামল। আর সে ম্যাচেই কিনা বাজিমাত করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ দলের ব্যাটাররা যেমন ধুকেছে রানের জন্য তেমনি বোলাররা ছিলেন একেবারে উদার রান দেওয়ার ক্ষেত্রে। তাই হতাশা জনক ব্যাটিং আর লজ্জাজনক বোলিং বাংলাদেশকে বরণ করতে হলো লজ্জার পরাজয়। তিন ম্যাচের সিরিজটি যুক্তরাষ্ট্র শুরু করল জয় দিয়ে। যা তারা কোনদিন কল্পনাও করেনি। কিন্তু কল্পনাকে হার মানানোর মত সে কাজটি করল মার্কিনীরা। আর বাংলাদেশের নামি দামি ক্রিকেটাররা যেন মুখ লুকালেন লজ্জায়।

টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা একেবারেই মন্দ করেনি। দুই ওপেনার লিটন এবং সৌম্য সরকার ৩৪ রান যোগ করেন। ১৫ বলে ১৪ রান করে লিটন ফিরেন এলবিডব্লিউর শিকার হয়ে। পরের ওভারে ফিরেন সৌম্য সরকারও। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২০ রান। তবে ব্যর্থ হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হাসেনি তার ব্যাট। এবার দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষেও হাসল না টাইগার অধিনায়কের ব্যাট। ১১ বলে ৩ রান করে ফিরেন শান্ত। জিম্বাবুয়ে সিরিজে দারুন খেলা তাওহিদ হৃদয়ের ব্যাট এখানেও ধারালো। কিন্তু দলের সবচাইতে বড় তারকা সাকিব আল হাসানও পারলেন না হৃদয়কে সঙ্গ দিতে। ১২ বলে ৬ রান করে রান আউটের ফাঁদে পড়ে ফিরেন সাকিব। ৬৮ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের। দলের টপ অর্ডারের সবাই ব্যর্থ। তবে হৃদয় কেবল ব্যতিক্রম। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। দুজন মিলে ৬৭ রানের জুটি গড়েন। ২২ বলে ৩১ রান করে মাহমুদউল্লাহ ফিরলে ভাঙ্গে এজুটি। তবে তাওহিদ হৃদয় ছিলেন অবিচল। বাংলাদেশ যে ১৫৩ রান করতে পেরেছে সেটা এই তরুণের ব্যাটে চড়ে। নিজের হাফ সেঞ্চুরি তুলে নেওয়া হৃদয় অপরাজিত ছিলেন ৪৭ বলে ৫৮ রান করে। ৫ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন জাকির আলি।

জবাবে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্রের উদ্বোধনী জুটি ভাঙ্গে ২৭ রানে। রান আউট হয়ে ফিরেন ১২ রান করা মোনানক প্যাটেল। দ্বিতীয় উইকেটে স্টিভেন টেইলর এবং এন্ড্রিস ঘোষ মিলে যোগ করেন ৩৮ রান। ২৩ রান করা এন্ড্রিসকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন রিশাদ হোসেন। এরপর ওপেনার স্টিভেন টেইলরকে ফেরান মোস্তাফিজ। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৮ রান। দুইবল পর আবার মোস্তাফিজের আঘাত। এবার তার শিকার এরন জোন্স। দ্বিতীয় স্পেলে বল করতে এসে শরীফুল ফেরান নিতিশ কুমারকে। তবে কোরি এন্ডারসন এবং হারমিত সিং মিলে বাংলাদেশকে লজ্জার পরাজয় উপহার দেয় ৩ বল হাতে রেখে। এন্ডারসন ২৫ বলে ৩৪ আর হারমিত সিং অপরাজিত থাকে ১৩ বলে ৩৩ রান করে। এদুজন ষষ্ঠ উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলকে জেতাতে মুখ্য ভূমিকা পালন করে। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নিয়েছেণ মোস্তাফিজ।

পূর্ববর্তী নিবন্ধঘোষণার দেড় ঘণ্টা পর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফলাফল ‘পরিবর্তন’
পরবর্তী নিবন্ধঈদগাঁওয়ে নির্বাচনী সহিংসতা, ছুরিকাঘাতে প্রাণ হারালেন ১