বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবতে পারছে না ডব্লিউসিএ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেয়ায় বিষয়টি মানতে পারছেন না বিশ্বের অনেক সেরা সেরা খেলোয়াড়। তারা সামাজিক মাধ্যমে নানান মতামত রাখছেন এ বিষয়ে। যেমন বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবতে পারছেন না ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রধান নির্বাহী টম মোফাট। তার মতে, ক্রিকেটে বিভক্তি তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ রাখা উচিত আইসিসির। বাংলাদেশকে বৈশ্বিক আসর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার ভেতরে সমস্যা দেখছেন তিনি। বাংলাদেশের মতো নিরাপত্তা শঙ্কায় গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শুধু তাই নয়, দুবাইয়ে একই হোটেলে থেকে, একই ভেন্যুতে নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে তারা। শেষ পর্যন্ত শিরোপাও ঘরে তুলেছে ভারত। বাংলাদেশের ক্ষেত্রে উল্টো দলটিকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির দ্বিচারিতার কথা বলছেন অনেকে। অভিযোগ উঠছে আইসিসির পক্ষপাতিত্বেরও। মোফাট অবশ্য ওই আলোচনায় যাননি। তিনি আইসিসিকে আহ্বান জানিয়েছেন, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। ‘টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়া, আর এর মানে হলো ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক টিটোয়েন্টি আসরে একটি মূল্যবান ক্রিকেট জাতির অনুপস্থিতি। এটা আমাদের খেলাধুলা, বাংলাদেশের খেলোয়াড় এবং সমর্থকদের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। এই ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে ভাবা উচিত। বিভাজন কিংবা বর্জনকে প্রাধান্য দেওয়ার সুযোগ না দিয়ে, আমরা খেলাটির নেতৃত্বে থাকাদের প্রতি আহ্বান জানাচ্ছিতারা যেন নিয়ন্ত্রক সংস্থা, লিগ ও খেলোয়াড়সহ সব অংশীদারদের সঙ্গে একসাথে কাজ করেন, যেন খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করা যায়।’ সমস্যা সমাধান না করে দল বাদ দেওয়ার পথে হেঁটে ঠিক করেনি আইসিসি, ভাবনা মোফাটের। এভাবে চলতে থাকলে ক্রিকেট খেলাটির প্রতি সবার বিশ্বাস কমতে শুরু করবে বলে মনে হচ্ছে তার। ‘এটা বৈশ্বিক পর্যায়ে খেলাটির বিদ্যমান পরিচালনা কাঠামোর গুরুতর সমস্যাগুলোকেও সামনে এনে দেয়। এই সমস্যাগুলো যদি অব্যাহতভাবে সমাধান না করা হয়, তাহলে এটা বিশ্বাস, ঐক্যকে দুর্বল করে দেবে এবং শেষ পর্যন্ত আমাদের প্রিয় খেলাটির সুরক্ষা ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে।’

এদিকে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছেন দুই সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি ও জেসন গিলেস্পি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ সামনে এনে ভারত ও বাংলাদেশের সঙ্গে আইসিসির আচরণের তুলনা টেনেছেন তারা। পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি মনে করেন, সব দেশের জন্য নিয়ম একইভাবে প্রয়োগ করা উচিত আইসিসির এবং তাদের উচিত বন্ধন গড়ে তোলা, সেটা নষ্ট করা নয়। ‘বাংলাদেশে ও আইসিসি ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমি আইসিসির অসঙ্গতিতে ভীষণ হতাশ। তারা ২০২৫ সালে পাকিস্তান সফরে না যেতে ভারতের নিরাপত্তা শঙ্কাকে গ্রহণ করেছিল, এবার মনে হয়েছে তারা সেই একই বোঝাপড়া বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করেনি। ধারাবাহিকতা ও ন্যায্যতা হলো বিশ্ব ক্রিকেট পরিচালনার ভিত্তি। বাংলাদেশের খেলোয়াড় এবং তাদের লাখো ভক্তের সম্মান প্রাপ্যকোনো দ্বিমুখী আচরণ নয়।’ পাকিস্তানের সাবেক কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গিলেস্পি বললেন, বাংলাদেশের সঙ্গে দ্বিমুখী আচরণ করেছে আইসিসি। ‘কেন বাংলাদেশ তাদের ম্যাচ ভারতের বাইরে খেলতে পারবে না, এর কোনো ব্যাখ্যা আইসিসি কি দিয়েছে? স্মৃতি থেকে বলতে পারি, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে চায়নি ভারত এবং ওই ম্যাচগুলো তারা আয়োজক দেশের বাইরে খেলে। কেউ কি এর যৌক্তিক ব্যাখ্যা দিতে পারবেন।’ পরে অবশ্য ভারতীয়দের গালাগালির মুখে পড়ে এই পোস্ট ডিলিট করে দেন গিলেস্পি।

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও ইতিহাসের সেরা ফিল্ডারদের একজন জন্টি রোডসও জানিয়েছেন নিজের ভাবনা। আসছে বিশ্বকাপের প্রচারণামূলক অনুষ্ঠানে রোডস বলেন, চাইলেও রাজনীতিকে খেলাধুলার বাইরে রাখতে পারেন না প্রশাসকরা। ‘আমি বলতে চাচ্ছি, আমরা সবসময়ই ভাবি খেলাধুলা থেকে রাজনীতিকে আলাদা রাখা যাকৃ কিন্তু দুঃখের বিষয় হলো, রাজনীতিকে খেলাধুলা থেকে আপনি আলাদা করতে পারবেন না।’

পূর্ববর্তী নিবন্ধফুটসালের শিরোপা জিতে সাবিনা লিখলেন ‘আলহামদুলিল্লাহ’
পরবর্তী নিবন্ধআজীবন ভাবনা কেন নায়িকাই থাকতে চান?