ম্যাচ যখন অনেকটাই পাকিস্তানের মুঠোয়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ যেভাবে ম্যাচ জমিয়ে তুলেছিল, তাতে মুগ্ধ পাকিস্তান কোচ সাকলায়েন মুশতাক। তীরে এসে তরী ডোবার শঙ্কা পেরিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ভীষণ খুশি সাকলায়েন। ম্যাচ শেষে জানালেন, বাংলাদেশের লড়াই দাগ কেটেছে তার মনে। ‘ম্যাচ এমন জমে যাওয়ার কৃতিত্ব বাংলাদেশের। বিশেষ করে মাহমুদউল্লাহ যেভাবে শেষ ওভারে বোলিং করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।’ শেষ ওভারে আউট হওয়া তিন ব্যাটসম্যানের একজন- হায়দার ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় বলেন, যতটা তিনি ভেবেছিলেন শেষ দিকে এর চেয়ে কঠিন হয়ে গিয়েছিল ম্যাচ। ‘ম্যাচ খুব ক্লোজ হয়ে গিয়েছিল। সৌভাগ্যবশত আমরা জিততে পেরেছি’।