ঐতিহ্যবাহী সম্পদ বাঁশ ও বেত প্রাকৃতিক দুর্যোগে ও রক্ষণাবেক্ষণের অভাবে আজ বিলুপ্ত হতে চলেছে। আর সেই সাথে বাঁশ ও বেতের অভাবে ছোট ছোট গ্রামীণ কুটির শিল্প বন্ধ হতে চলেছে। এই পেশার সাথে জড়িত হাজার হাজার শিল্পী ও শ্রমিক তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া পেশা আজ বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছে। বাঁশ ও বেতের কদর গ্রামীণ কুটির শিল্পে প্রচুর রয়েছে। এসব কুটির শিল্পে বাঁশ ও বেত দিয়ে চেয়ার, দোলনা, কুলা, চালুনী সামগ্রী তৈরী করা হয়। এ শিল্পে পেশাদার শ্রমিকরা কাজ করে। যাদের সামর্থ্য আছে এবং নিজেরা কাজ জানে তারা পারিবারিকভাবে এই শিল্পের কাজ করে আসছে। এখন প্রয়োজনীয় অর্থের অভাবে কুটির শিল্পগুলোকে উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। সরকারি উদ্যোগে এখন যদি এসব কুটির শিল্পে প্রয়োজনীয় ঋণের টাকা দেয়ার ব্যবস্থা হয় তাহলে পুনরায় শিল্পগুলো সাবেক জৌলুস ফিরে পাবে এবং শিল্পগুলোতে গ্রামের অনেক বেকার মহিলার কাজের সংস্থান হবে এবং তারা অর্থনৈতিক দুরবস্থার অভিশাপ থেকে মুক্তি পাবে।
এম. এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।