বন সন্ত্রাসীরা সংরক্ষিত বনের মূল্যবান সেগুন কাঠ পাচারে এবার অভিনব পদ্ধতি অবলম্বন করেছে। নদী পথে বাঁশের ভেলার নিচে সেগুন কাঠ পাচারের অভিনব পদ্ধতি গ্রহণ করছে বন সন্ত্রাসীরা। তবে কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবির অভিযানে বন সন্ত্রাসী কর্তৃক কাঠ পাচারের চেষ্টা পণ্ড হয়ে যায়। এসময় কর্ণফুলী নদী থেকে বিজিবি ১০০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা হবে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গভীর রাতে কাপ্তাই উপজেলা হতে প্রবাহিত হওয়া কর্ণফুলী নদী পথে বাঁশের চালির নিচ দিয়ে সেগুন কাঠ পাচার হবে স্থানীয় জনগণের মাধ্যমে খবর পায় ৪১ বিজিবি। সাথে সাথে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ ফোর্স নিয়ে রাতের অন্ধকারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবি বাঁশের চালির নিচ থেকে ১০০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গভীর রাতে অভিনব পদ্ধতিতে পাচারের সময় সেগুন কাঠ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব কাঠ কেটে চোরাই পথে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে তিনি জানান। গত ১৮ ফেব্রুয়ারিও গভীর রাতে কর্ণফুলী নদীর দলদেশ দিয়ে ডুবুরির সাহায্যে সেগুন কাঠ পাচারের চেষ্টা করছিল বন সন্ত্রাসীরা। কিন্তু সেই চেষ্টাও পন্ড করেছিল বিজিবি। সেই সময় বিজিবি ১৫০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছিল।
সূত্র জানায়, কাঠ পাচারের বিরুদ্ধে কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। সন্ত্রাসীরা কোনভাবেই কাঠ পাচার করতে না পেরে এবার নদীর তলদেশ দিয়ে কাঠ পাচারের অভিনব চেষ্টা চালায়। কিন্তু বিজিবির অভিযানে সেই প্রচেষ্টাও বার বার ব্যার্থ হয়। লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন সংরক্ষিত বনের মূল্যবান কাঠ পাচারে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।