বাঁশি আবৃত্তি আর নাটকে সুচরিত চৌধুরীকে স্মরণ

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:১৯ অপরাহ্ণ

সাহিত্যিক সুচরিত চৌধুরীর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সুচরিত চৌধুরী স্মরণসন্ধ্যা ২০২১’ গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। নাট্যপত্রিকা নাট্যমঞ্চ, নাটকের দল নাট্যমঞ্চ রেপার্টরি ও নাট্যমঞ্চ প্রকাশন যৌথভাবে এই স্মরণসন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠান শুরু হয় বাঁশির সুরে। শিল্পী সপ্রতিভ দাশ পিননের বাঁশির মূর্ছনা সবাইকে বিমোহিত করে। এরপর ছিল সুচরিত চৌধুরীর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা। নাট্যকার ও নির্দেশক রবিউল আলমের সভাপতিত্বে আলোচনা করেন নাট্যজন শিশির দত্ত ও সনজীব বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যমঞ্চ সম্পাদক জাহেদুল আলম। দ্বিতীয় পর্বে সুচরিত চৌধুরী রচিত ‘পার্কের কোণ থেকে’ নাটক পাঠ করে অঙ্গন থিয়েটার ইউনিট। সুচরিত চৌধুরীর কবিতা আবৃত্তি করেন সুচরিত চৌধুরীর পুত্র সৌভিক চৌধুরী। সুচরিতের রচিত গল্পের নাট্যরূপ ‘আলো নিরুত্তর’ এর অংশবিশেষ পাঠ করে নাট্যমঞ্চ রেপার্টরি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকার দীপক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরার কৃষ্ণ খাল পরিষ্কার করল চসিক
পরবর্তী নিবন্ধগন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সাধারণ সভা