বাঁশবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থী আরিফুলকে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৮:৫২ পূর্বাহ্ণ

বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজুকে তাঁর পদ থেকে অব্যাহতি দিয়েছে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭(ক) ধারা ভঙের অভিযোগে তাঁকে এ অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে আরিফুল আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান স্বাক্ষরিত একটি চিঠি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বরাবরে প্রেরণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া বলেন, আরিফুল আলম চৌধুরী রাজু নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকায় সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাঁকে দলের প্রাথমিক সদস্য পদ হতেও সরাসরি বহিস্কারের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নিকট প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবারবার দুর্ঘটনা, দুর্ভোগ আর কতদিন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পোস্টার ছিঁড়ে ফেলাসহ প্রার্থীদের ৩০ অভিযোগ