বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালীর হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রদের অভিভাবক সমাবেশ গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী। বাঁশখালীর হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদরাসা দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে অনেকেই দেশ বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। আগামী রমজান মাসের পর থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে হক্কানী আলেম তৈরির লক্ষ্যে দরসে নেজামী কোর্স চালু করা হবে। এই কোর্সে অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে সত্যিকারের জ্ঞানী আলেম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।

মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা খোরশেদুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে তাজুশ শরীয়া দরসে নেজামী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নিজাম উদ্দীন, সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল হক, অধ্যাপক মো. মোখতারুজ্জামান, প্রভাষক দিদারুল ইসলাম, মাওলানা নেছার উদ্দীন মুনিরী, পারভীন আক্তার, মাওলানা আলী আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমুহিব্বীন এ আহলে বায়েত ফাউন্ডেশনের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপটিয়ায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু