বাঁশখালীর বাণীগ্রামে প্রতিবছরের ন্যায় এবছরও ৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা আজ মঙ্গলবার সাধনপুর উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ এমপি। উদ্বোধক হিসেবে আরও উপস্থিত থাকবেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, প্রতিদিন দেশের খ্যাতমান শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।