বাঁশখালী পৌরসভার স্পেশাল কাউন্টার সম্মুখে পৌরসভার ওয়াশা কর্তৃক ম্যানহোল খনন করা হয়। খননকৃত ম্যানহোলটি আজ দীর্ঘদিন ধরে ঢাকনা ছাড়াই খোলা অবস্থায় পড়ে আছে। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, পৌরসভা কর্তৃপক্ষ ম্যানহোল স্থাপনের এতোদিন গত হলেও বিষয়টির একটি সুষ্ঠু নিরাপত্তা দিতে পারেনি। যার প্রেক্ষিতে এলাকাবাসীসহ পথচারীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেককে পৌর ব্যবস্থাপনা নিয়ে চরম আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে। এমতাবস্থায় উক্ত ম্যানহোলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
ব্যস্ত সড়কের পাশে এভাবে ম্যানহোল খোলা অবস্থায় থাকায় শিশুসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে রাতে অন্ধকারে এটি প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে।
মাননীয় পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে দ্রুত ম্যানহোল ঢেকে দেওয়ার দাবি জানাচ্ছি।
তৌহিদ–উল বারী
বাঁশখালী,
চট্টগ্রাম।