বাঁশখালী পৌরসভার বাজেট ঘোষণা গত ৩১ জুলাই পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র অ্যাডভোকেট এস.এম তোফাইল বিন হোছাইনের সভাপতিত্বে বাজেট অধিবেশন কালে তিনি সকলের সহ যোগিতা চেয়ে প্রারম্ভিক স্থিতি সহ রাজস্ব বাজেট ১২২ কোটি ১৬ লক্ষ ৯০ হাজার ১২২ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। অতিথি ছিলেন সরকারি আলাওল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, জামশেদ আলম, নীলকন্ঠ দাশ, মো. ইলিয়াস সওদাগর, জাফর আহমদ, পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কাউন্সিলর
বদিউল আলম, কাঞ্চন কুমার বড়ুয়া, আকতার হোসেন, আবদুল গফুর, রোজিয়া সুলতানা প্রমুখ। পৌরসভার উচ্চমান সহকারি মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বাজেটে শিক্ষা খাতে ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য ও বৃত্তি প্রদান, পৌর পাঠাগার নির্মাণ, সংস্কৃতি ও খেলাধুলা, ধুমপান বিরোধী প্রচারনা, মাদক ও বাল্য বিবাহ রোধ, বেওয়ারিশ লাশ দাফন, বৃক্ষরোপন ও রক্ষনা বেক্ষণসহ নানাবিধ কার্যক্রম গ্রহনের কথা উপস্থাপন করা হয়।