বাঁশখালী পৌরসভায় ২০২৪–২০২৫ অর্থবছরের ১০০ কোটি ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার পৌরসভা কার্যালয়ে কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন। পৌরসভার রাজস্ব বাজেট পারম্ভিক স্থিতি, উন্নয়ন বাজেটসহ সবমিলিয়ে উন্নয়ন বাজেট ৮৭ কোটি ৩০ লক্ষ টাকা, রাজস্ব ১২ কোটি ৭০ লক্ষ ৪২ হাজার টাকা। সর্বমোট ১০০কোটি ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। মেয়র এসএম তোফাইল বিন হোছাইনের সভাপতিত্বে এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, অনুপম কুমার দে, উজ্জল বিশ্বাস, প্রকৌশলী ইসমাঈল ভুইয়া, কাউন্সিলর ও প্যানেল মেয়র রোজিয়া সোলতানা,কাউন্সিলর কাঞ্চন কুমার বড়ুয়া, কাউন্সিলর আব্দুল গফুর বক্তব্য রাখেন।
পৌরসভার উচ্চমান সহকারি শহীদুল ইসলামের সঞ্চালনায় এসময় কাউন্সিলর ছাদেকা নুর খানম বিউটি,আনছুর আলী, আরিফ মাঈনুদ্দিন, মো. ইসহাক,আকতার হোসেন, প্রনব কুমার দাশ, মো. বদিউল আলম উপস্থিত ছিলেন।মেয়র বলেন, বিশেষ পরিস্থিতির কারনে বাজেট ঘোষনা বিশদ ভাবে করতে পারেনি। তিনি বলেন, বিশেষ প্রকল্পের মাধ্যমে ৪৫ কোটির কাজ চলমান, আগামীতে আরো বেশি উন্নয়ন কাজ হবে। বিগত দিনে অনেক উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হয়েছি। বর্তমান চলমান উন্নয়ন কাজ গুলো সম্পন্ন হলে পৌরবাসী আশানুরূপ উন্নয়নের ছোঁয়া পাবে। অনেক সড়কের টেন্ডার কাজ চলবে। পৌরসভার অনেক সড়কের উন্নয়ন কাজ করোনার সময় শুরু হয়ে পরে বন্ধ হয়ে গিয়েছিল। পরে সে কাজ গুলো বাস্তবায়নে নানা ভাবে ভোগান্তি পোহাতে হয়। আমাকে দুই থেকে আড়াই বছর উন্নয়ন কাজ করার সুযোগ দেন ,তার মধ্যে পৌরসভার ৮০%উন্নয়ন কাজ সম্পন্ন করার ইচ্ছে রয়েছে। তিনি পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।