বাঁশখালী পরিবহন শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৯ এপ্রিল, ২০২৫ at ৮:৫৭ অপরাহ্ণ

বাঁশখালীতে অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা গুনাগরী খাসমহলস্থ বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাহামুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রজ্জাক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হক, বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশেক এলাহী সোহেল। এ সময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আনছার, নুরুল কবির, সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম, মোস্তফাসহ উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সকল শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ১ম বর্ষপূর্তি উদযাপন এপিক হেলথ কেয়ার চমেক পূর্ব গেইট শাখার
পরবর্তী নিবন্ধআজাদীর অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে