বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা

| শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) কালীপুর রাধামাধব মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শিক্ষক নেপাল ধরের সভাপতিত্বে ও সঞ্জয় দাশের উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক সাধারণ

সম্পাদক তাপস কুমার দে, পরিমল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ মিত্র, সহসাংগঠনিক সম্পাদক রুবেল দত্ত, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধায় চন্দ্র নাথ, সুবোধ রঞ্জন পাল, কেশব পাল, প্রবাল পাল, সন্তোষ দে, ধনা দে, জনি শীল, দিপক দেব, রিপন দাশ, অর্পন তালুকদার, পম্পি সেন, অমিত দে, সুমন দাশ, মিন্টু দেব, সুমন ধর, অর্পন ধর, অনিক ধর, ইমন ধর, টিটু ধর, রাজিব বিশ্বাস, তপন দাশ, বাদল বিশ্বাস, রুপন ধর, বিশু দাশ, সুমন সেন, মিন্টু নাথ প্রমুখ। সম্মেলনের ২য় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সন্ধ্যা রানী দাশকে আহ্বায়ক ও মিটু দাশকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সুখছড়ি খালে ভাঙন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ক্ষীণ হচ্ছে মহিষের পাল