চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহনকারী বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা দলের অনুশীলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গতকাল। প্রধান অতিথি হিসেবে অনুশীলনের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন শুধু খেলোয়াড় হলে হবে না সঙ্গে ভাল আচরণের অধিকারী হতে হবে। তিনি দলের সফলতা কামনা করেন। এতে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, ক্রীড়া শিক্ষক মোরশেদুল হাসান চৌধুরী, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, ক্রীড়া সংগঠক মনজুর আলম, কোচ মো. হারুন, মো. খালেক সহ খেলোয়াড়বৃন্দ।