বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা লীগে অংশগ্রহণকারী দল সমূহের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা গত মঙ্গলবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া, নির্বাহী সদস্য ও ফিফা রেফারী বিটুরাজ বড়ুয়া, মনজুরুল আলম, মো. লোকমান, সরকারি আলাওল কলেজ, বাঁশখালী ডিগ্রী কলেজ, মাষ্টার নজির আহমদ ডিগ্রী কলেজ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের প্রতিনিধি, ক্রীড়া সংগঠন প্রতিনিধি মো. নাছির উদ্দিন, সেলিম কাদের চৌধুরী, মো. সাইফুল আজম, মোহাম্মদ এরশাদ, রিফাতুল ইসলাম রুবেল প্রমুখ। সভায় উপজেলা ফুটবল লিগ এবং আন্তঃ কলেজ ফুটবল লিগ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে আগামী ২৫ মে থেকে ৩০ মে পর্যন্ত ক্লাবের খেলোয়াড়দের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৬ ও ২৭ মে কলেজ পর্যায়ে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ দাবা লিগ শুরু