বাঁশখালী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা

কেন্দ্র থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৪:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে বাঁশখালী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হল। চট্টগ্রাম বিভাগ ও দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে অচিরেই ইউনিট গুলোতে সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করা হবে।

এদিকে গত ৫ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: জোবায়ের এবং সাধারণ সম্পাদক চৌধুরী মো: গালিব সাদলী স্বাক্ষরিত বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগে মো: মনজুরুল আলমকে সভাপতি এবং মো: ফারুক হোছাইনকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেন। অপরদিকে সুমন দত্তকে সভাপতি এবং শাহাবুদ্দিন রবিনকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছিল। কমিটি ঘোষণার পর থেকেই তুমুল বির্তক শুরু হয়। গতকাল কেন্দ্র থেকে তা স্থগিত ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল আর মেরামত করতে পারলেন না মুন্না