বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে নগরীর জামালখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, খোরশেদ আলমকে গতকাল আদালতে সোপর্দ করা হয় এবং তাকে কারাগারে প্রেরণ করার জন্য আবেদন করে পুলিশ। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন গত বছরের ৪ আগস্ট সাইফুল ইসলাম আরিফ ও মো. হাসান নামে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত বছরের ২৩ আগস্ট কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় খোরশেদ আলমকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, খোরশেদ আলম বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজাদীকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আদালতে উপস্থাপন করা হলে বিচারক খোরশেদ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম গত বছর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।












