বঙ্গোপসাগরে বাঁশখালীর খানখানাবাদ উপকূলে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত ডলফিন দেখা গেছে। কিছুক্ষণ পর পর ডলফিনটি কূলের কাছাকাছি ভেসে উঠে আবার ডুব দিচ্ছিল। এই দৃশ্য দেখতে স্থানীয় জনগণ সাগর উপকূলে ভিড় জমান।
সমাজ সেবক গাজী জাহেদ আকবর জেবু বলেন, ডলফিনটি ভাসতে দেখে আমি অনেকক্ষণ ছবি তোলার চেষ্টা করেছি। কূল থেকে সামান্য দূরে হওয়ায় এবং অনেকগুলো লোক ভিড় করায় ডলফিনটি সাগরের দিকে চলে গেছে। পরিবেশ অনুকূলে হওয়ায় ডলফিন এভাবে উপকূলের কাছাকছি বিচরণ করছে বলে মন্তব্য করেন তিনি।