বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ উল্লাহ চৌধুরী (৫০) ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদ হোছাইনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাতে পৌর সদরের জলদী মিয়ারবাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অধ্যাপক আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়। একইদিন গভীর রাতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ উল্লাহ চৌধুরীকে সাধনপুর থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে সাবকে ছাত্রলীগ নেতা হামিদ হোসেনকে পৌরসভার পাইরাং এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরে বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।












