বাঁশখালী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আনোয়ারা কালা বিবির দীঘি থেকে বাঁশখালী টইটং পর্যন্ত চার লেন সড়কের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী নাগরিক সমাজের আহবায়ক মারুফুল হক চৌধুরী। তিনি বলেন, একটা রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা একটি অঞ্চলের স্বপ্ন, সম্ভাবনা ও উন্নয়নের সেতুবন্ধন। আনোয়ারা–বাঁশখালীর মানুষ আজও সেই প্রতীক্ষায় আছে একটি নিরাপদ, দ্রুতগামী এবং টেকসই সড়কের জন্য। এই চার লেন রাস্তা হলে শুধু বাঁশখালীর মানুষই নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষ উপকৃত হবে। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, আমাদের এই ন্যায্য দাবির বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। মো. রেজাউল করিম রেজার সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আনিসুর রহমান, অ্যাডভোকেট লায়ন নাসির উদ্দীন, অ্যাডভোকেট নেজাম উদ্দিন, জাহেদুল হক জাহেদ, আবু বক্কর সিকদার, মাসুদ সিকদার, অ্যাডভোকেট সরওয়ার কামাল, অ্যাডভোকেট মাহমুদ, অ্যাডভোকেট আসিফ, শামসুল আরেফিন খালেদ, জুনায়েদ রাসেল, আরিফ, শাহেদ রেজা, জিহান, ইমরান, রাকিব ও অভি।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ারা–বাঁশখালী সড়কটি অবহেলিত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, মানুষের ভোগান্তির শেষ নেই। চার লেন সড়ক নির্মাণ হলে অর্থনীতি, পর্যটন ও সামগ্রিক জীবনমানের উন্নয়ন হবে। প্রেস বিজ্ঞপ্তি।