বাঁশখালী অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১২:১৩ অপরাহ্ণ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পৌরসভা ২ নম্বর ওয়ার্ড উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অপরদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।

স্থানীয় সুজিত বড়ুয়া জয় জানান, উপজেলার পৌরসভা ২ নম্বর ওয়ার্ড উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা রবীন্দ্র বড়ুয়ার পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় থাকাকালীন সময়ে বসতঘরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় পাশের বাড়ির মল্লিকা বড়ুয়া।

মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় ৪টি বসতঘর। পরে স্থানীয় সুজিত বড়ুয়া জয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসলে সড়কটি যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িটি আসতে একটু বিলম্ব হলেও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ৪টি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় ঘরের জিনিসপত্র বের করতে পারেনি বাসিন্দারা। ক্ষতিগ্রস্তরা হলেন প্রিয়তম বড়ুয়া, রবীন্দ্র বড়ুয়া, বাবলু বড়ুয়া, ঋতু বড়ুয়া, সুনীল বড়ুয়া।

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে গেছে। রাত ১২ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ও প্রায় ৪ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম বলেন, গভীর রাতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ত্রিশ কেজি করে চাউল এবং নগদ অর্থসহতা প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে হামলা, পুরুষরাই ছিল টার্গেট
পরবর্তী নিবন্ধসোস্যাল মিডিয়ায় ভুয়া আইডি থেকে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি