বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে পুকুরে পড়ে সায়েরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় দুই বছর বয়সী শিশুটি পুকুরিয়ার নাটমুড়া, দারোগা মসজিদ সংলগ্ন পুকুরের পানিতে পড়ে মারা যায় শনিবার (১৬ অক্টোবর) বিকালে।
সে মারুফা সুলতানা ও হাফেজ মোহাম্মদ তোয়াহার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের ব্যস্ততার অগোচরে শিশু সায়েরা পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি করে তাকে পুকুরে পানিতে পাওয়া যায়।
পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।