বাঁশখালীর শেখেরখীলে দু’টি পক্ষের শত্রুতার জেরে এক পক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শেখেরখীল ইউনিয়নের বোচার পাড়ায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় এক পক্ষের আবদুর রশীদের ঘরবাড়ি, বাড়ির জিনিসপত্র ও তার গ্যারেজে থাকা একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।
আবদুর রশীদের অভিযোগ শেখেরখীল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লোকজন দিয়ে এ হামলা করেছে। অটোরিকশা পুড়িয়ে দিয়েছে।
চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন অভিযোগ অস্বীকার করে বলেন, “রশীদ ঘটনা সাজিয়ে আমার মানসম্মান ক্ষুণ্ণ করতে চাইছে। আমি এ ব্যাপারে কোনো কিছু অবগত নই।”
এ ঘটনায় আহতরা হলেন মাহবুবুর রশীদ (২৮) ও মোহাম্মদ মামুন (১৮)।
আবদুর রশীদ বলেন, “কিছুদিন আগে চেয়ারম্যানের এক পরিচিতের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছিল। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। এর রেশ ধরেই আমার বাড়িঘরে হামলা করেছে। অটোরিকশা পুড়িয়ে দিয়েছে। ঘরের কোনো জিনিসপত্র তাদের হামলা থেকে রেহাই পায়নি।”
ঘটনার ব্যাপারে শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন বলেন, “সে একজন খারাপ প্রকৃতির লোক। কিছুদিন আগে সে হামলা করে এক ব্যক্তিকে মেরে আহত করে। আমার বাবা মোহাম্মদ মিয়াও গুরুতর আহত হন। আমাদের বাড়িতে তালা মেরে রেখেছিল। আমাকে ফাঁসাতেই সে এসব ঘটনা সাজিয়েছে।”
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “দু’টি পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এসব কারণে ঘটনাটি ঘটেছে। এখনো আমাকে কেউ অভিযোগ দেয়নি। দিলে ব্যবস্থা নেওয়া হবে।”