বাঁশখালীর শেখেরখীলে মশার কয়েলের আগুনে ৬ দোকান ভস্মিভূত

বাঁশখালী প্রতি‌নি‌ধি | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের শেখেরখীল সরকার বাজার আশরাফ আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ দোকানের মালামাল পুড়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

সোমবার গভীর রাত (২৮ মে) ৩টার দিকে সংঘ‌টিত ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- ফজল কাদেরের মুদির দোকান, ইসমাইলের মুদির দোকান, নুর হোসেনের হোমিওপ্যাথিকের দোকান, নুরুল কবিরের চায়ের দোকান, মহিউদ্দিনের ফার্মেসি ও একটি সেলুনের দোকান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ডা. মাহাবুব এলাহী বলেন, সোমবার গভীর রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকানের সবকিছুই পুড়ে যায়। বাঁশখালী ফায়ার সার্ভিস খবর পেয়ে যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ইসমাইলের মুদির দোকানে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, শেখেরখীল সরকার বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌছি। আধা ঘন্টার মধ্যে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ৬‌টি দোকানের মালামাল পুড়ে যায়।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরুপন করা হয়নি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সং’ঘর্ষ, বহু আহত
পরবর্তী নিবন্ধদুবাই পালানোর সময় ‘ভিআইপি’ চোর তৌহিদ চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেপ্তার