বাঁশখালীর বাহারছড়ায় শিক্ষার্থীকে মারধর করায় মাদ্রাসা শিক্ষক বরখাস্ত

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ৬:০২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনুছিয়া মদীনাতুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র শিহাবুল ইসলাম তামীমকে (১২) মারধর করে আহত করার ঘটনা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষক আবদুল বাসেতকে বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ নোমান।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পড়া না পারায় মাদ্রাসার শিক্ষক আবদুল বাসেতের মারধরে হেফজ বিভাগের ছাত্র শিহাবুল ইসলাম তামীম গুরুতর জখম হয়। পরে এ ঘটনা নিয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের সহযোগিতা কামনা করেন আহত শিক্ষার্থীর মা নিলুফা আক্তার। তারই প্রেক্ষিতে গতকাল রবিবার মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ নোমান লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন। সেই সাথে অভিযুক্ত শিক্ষক আবদুল বাসেতকে বরখাস্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

জানা যায়, আহত শিক্ষার্থী শিহাবুল ইসলাম তামীমের পিতা সাহাব উদ্দিন ২০১৪ সালের ২৭ নভেম্বর ওমানে সড়ক দুঘর্টনায় নিহত হন। এরপর থেকে মা একমাত্র ছেলেকে নিয়ে কোনোরকমে দিনযাপন করছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ভাসছিল যুবকের গলিত লাশ
পরবর্তী নিবন্ধট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সাথে হুম্মাম কাদেরের সাক্ষাৎ