বাঁশখালীর পুকু‌রিয়ার চেয়ারম্যানের পো‌ল্ট্রি ফা‌র্মকে নয় লাখ টাকা জ‌রিমানা

ফার্মের বর্জ্য শঙ্খ নদীতে ফেলে পরিবেশ দূষণ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ১০:৫১ অপরাহ্ণ

বাঁশখালীর পুকু‌রিয়া ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মো. আহসাব উ‌দ্দি‌নের মা‌লিকাধীন মেসার্স ঝিনুক পোল্ট্রি এন্ড নবায়ন প্রকল্প এবং মেসার্স ঝিনুক পোল্ট্রি-২কে পোল্ট্রি ফার্মের বর্জ্য শঙ্খ নদীতে ফেলায় নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।
পরিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ ধারায় এ দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ব‌লে সূত্রে জানা যায়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, “পোল্ট্রি ফার্মের বর্জ্য শঙ্খ নদীতে ফেলায় এ দু’টি প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আনাদায়ে এ দু’টি পোল্ট্রি ফার্মের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করবে পরিবেশ অধিদপ্তর।”
এর আ‌গে এ ঘটনায় প‌রি‌বেশ অ‌ধিদপ্তর অ‌ভিযান পরিচালনা ক‌রে।
পোল্ট্রি খামারের বর্জ্য শঙ্খ নদীতে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়ায় তা নজরে আসে পরি‌বেশ অ‌ধিদপ্ত‌রের।
এছাড়া তার খামারের বর্জ্যের গন্ধে এলাকা দূষিত হওয়ার কারণে বেশ কয়েকবার মানববন্ধনও হয়েছিল।
এ ব্যাপারে চেয়ারম্যান মো. আহসাব উ‌দ্দি‌নের সা‌থে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি জ‌রিমানা ও ফার্মের বর্জ্য নদীতে ফেলার ঘটনা অস্বীকার ক‌রেন।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে ঈদ বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের অর্ধ-শতাধিক গ্রামের কিছু মানুষের ঈদ বৃহস্পতিবার