বাঁশখালীর পুকুরিয়াতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে পুকুরিয়া দক্ষিণ পাড়া ইয়ং জেনারেশন আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে গত বৃহস্পতিবার রাতে। পুকুরিয়া দক্ষিণপাড়াস্থ আকতার স্টেডিয়ামে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সদস্য আবদুচ ছবুরের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম।

উদ্বোধক ছিলেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দীন। বক্তব্য রাখেন আরব প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন মো. জয়নাল আবেদীন, মুনিরুল মান্নান চৌধুরী, শেখ ফজলুল রশিদ, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. আকতার, রবিউল ইমতিয়াজ,কফিল উদ্দিন প্রমুখ। উদ্বোধনী খেলায় বাঁশখালী থ্রী স্টার ফুটবল একাডেমি ৩১ গোলে সাতকানিয়া অলস্টার ফুটবল একাদশ পরাজিত করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় থ্রী স্টার ফুটবল একাডেমির লোকমান।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী পিসফুল এসোসিয়েশনের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধউরকিরচর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা