বাঁশখালীর ছনুয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪

আশংকাজনক অবস্থায় ১ জনকে চমেকে প্রেরণ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ এপ্রিল, ২০২১ at ৬:৪৩ অপরাহ্ণ

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে দোকানঘর বেচাকেনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন।
সোমবার রাতে সংঘটিত এ ঘটনায় মো. হেলাল (১৭) নামে এক যুবককে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনায় ক্ষতিগ্রস্থ ও আহত আহমদ ছবি বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে বাঁশখালী থানায় একটি এজাহার দায়ের করেছেন। বাঁশখালী থানায় প্রদত্ত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ছবির ভাই আহমদ হোছনের কাছ থেকে দোকান ও বসতঘর ক্রয়ের জন্য উপস্থিত হলে একই ওয়ার্ডের বিএনপির সভাপতি শের আলী ও তার লোকজন হামলা করে।
এ ঘটনায় আহমদ ছবি, মো. হেলাল ও মো. আশেক সহ আরো বেশ কয়েকজন আহত হন।
রাতে এ ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীরকে অবহিত করা হলে থানা পুলিশের একটা টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে।
তাদের মধ্যে গুরুতর আহত মো. হেলালকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার ব্যাপারে একই ওয়ার্ডের বিএনপির সভাপতি শের আলীর কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে বক্তব্য নেওয়ার চেষ্টা করেও নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, “রাতে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি জায়গা-জমি সংক্রান্ত হতে পারে। আহতদের পক্ষ থেকে অভিযোগ প্রদান করা হয়েছে।” যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে ব্যাংক খোলা রাখতে চিঠি
পরবর্তী নিবন্ধচাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল