বাঁশখালীর কালীপুরে পাহাড় কাটায় এক ব্যক্তিকে জরিমানা

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বাঁশখালী প্রতিনিধি 

বাঁশখালীর কালীপুরে পাহাড় কাটায় মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস’পনা আইন, ২০১০ এর আওতায় এ পাহাড় কাটায় অভিযুক্ত মাহমুদুল ইসলামকে ২ দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পুনরায় এ ধরনের বেআইনি কার্যক্রমে অংশগ্রহণ করলে আরো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তাকে সতর্ক করা হয়। এদিকে অবৈধ পাহাড় কাটা ও পুকুর ভরাটের বিরুদ্ধে বাঁশখালী উপজেলা প্রশাসন সব সময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।

পূর্ববর্তী নিবন্ধরৌদ্রোজ্জ্বল দিনে লবণ উৎপাদন উৎসব
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বলে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই