বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬৬ জন ও সাধারণ সদস্য পদে ৬২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম।
গতকাল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সকল প্রার্থী মনোনয়ন জমা করতে আসায় উপজেলা পরিষদ এলাকা ছিল লোকে লোকারণ্য। পুলিশের কঠোর নজনদারি নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। ১৪টি ইউনিয়নের মনোনয়ন জমা ও নির্বাচন কার্য সম্পাদনের জন্য ৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ায় প্রার্থীরা সহজে তাদের মনোনয়ন পত্র জমা দান করে।
জানা যায়, পুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। সাধনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। খানখানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন। কাথরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। বৈলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন। সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। শীলকুপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। গন্ডামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন। চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। শেখেরখীল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন। পুইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।











