বাঁশখালীতে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালী পেকুয়া সড়কে অভিযান চালিয়ে বাঁশখালী থানা পুলিশ ৫ হাজার ইয়াবা উদ্ধার এবং ১জনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার বাঁশখালী থানার এসআই মো. হাফিজের রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের পেকুয়া সীমান্তবর্তী টইটং ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেকুয়া বাঁশখালী আঞ্চলিক মহসড়কের পাকা রাস্তার উপর হতে কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা খাজা মঞ্জিল এলাকার মৃত ফজল আহম্মদ প্রকাশ ফয়েজের পুত্র মো. রুবেল (২০) কে বিশেষ কায়দায় রক্ষিত ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ল’টেম্পল চট্টগ্রামের শিক্ষার্থী ও স্টুডেন্ট প্যানেলের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধঅসচ্ছল নারী উদ্যোক্তাদের মমতার অনুদান